খাগড়াছড়ির মাইসছড়ি থেকে তিনজনকে অপহরণ

অপহরণ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের তিনজনকে মোটরসাইকেলসহ অপহরণ করা হয়েছে। মাইসছড়ি থেকে ফটিকছড়ি উপজেলার চিকনছড়া যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সকাল ১০টার দিকে মাইসছড়ি থেকে রওয়ানা হওয়ার পর থেকে তারা নিখোঁজ। তবে কোথায় থেকে তাদেরকে অপহরণ হয়েছে তা নিশ্চিত নয়।
অপহরণ হওয়া ব্যক্তিরা হলেন, মো. আবুল কালাম, মো. আমির হোসেন ও মো. দুলাল মিয়া। তারা সকলেই মাইসছড়ি ইউনিয়নের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেমায়ুন কবির জানান, অপহরণ হওয়া আবুল কালামের পিতা আব্দুল মালেকের মুঠোফোনে বিকেল ৪টার দিকে অপরিচিত নাম্বার থেকে কল দিয়ে একলক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এর আধাঘণ্টা পরে আবারও কল দিয়ে দুইটি বিকাশ নাম্বার দেয়। তবে ঘটনাটি খতিয়ে দেখা  হচ্ছে। অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১০ এপ্রিলে অপহরণের ৩ দিন পর খাগড়াছড়ির মহালছড়ির মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামের লাশ গত বৃহস্পতিবার বিকালে রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়িতে মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয়। মোটর সাইকেল চালক ছাদিকুল হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে পল্টু চাকমা নামে এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। এই ঘটনায় খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই মহালছড়ির মাইসছড়ি থেকে আরও ৩ জন অপহরণের ঘটনা ঘটল।
mongsai79@gmail.com

Comments