গুগলের বিরুদ্ধে নারীদের কম পারিশ্রমিক দেয়ার অভিযোগ

মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগল পুরুষ কর্মীদের তুলনায় নারীদের কম পারিশ্রমিক দেয় বলে অভিযোগ উঠেছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, কর্মক্ষেত্রে সমান কাজ করার পরও পারিশ্রমিক দেয়ার ক্ষেত্রে গুগলের এরকম বৈষম্যমূলক আচরণ খতিয়ে দেখছে সরকারি তদন্তকারীরা।
গুগলের বিরুদ্ধে এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার সানফ্রান্সিসকোর একটি আদালতে শুনানি চলার সময় শ্রম বিভাগের এক কর্মকর্তা বিষয়টি প্রকাশ করেন।
গুগল অবশ্য এ ধরনের অভিযোগ নাকচ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আইনীভাবে তারা অভিযোগ মোকাবেলা করতে চায়।
mongsai79@gmail.com

Comments