ঢাকা থেকে আসা ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলকে ফেরত পাঠালেন নিরাপত্তাবাহিনী



রমেল চাকমার হত্যার তদন্তের ঢাকা থেকে নান্যাচর আসা ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদলকে নিরাপত্তা বাহিনী ফিরিয়ে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

গতকাল ২৪ এপ্রিল ২০১৭ সোমবার প্রতিনিধি দলটি ঢাকা থেকে রওনা দিয়ে নান্যাচরের পথে সকালে অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে ভিতরে ঢুকতে হয়েছে। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে রয়েছেন আইনজীবী ব্যারিস্টার সাদিয়া আরমান, এডভোকেট রকিব পারভেজ, হিউম্যান রাইটস এক্টিভিস্ট মোহাম্মদ হাসান ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি পারভেজ লেনিন।

সূত্র জানায় সকালে, রাঙ্গামাটি কুদুকছড়ি পৌঁছলে সেখানে স্থানীয় সেনাক্যাম্পে প্রায় আধাঘন্টা ধরে নানা জিজ্ঞাসাবাদ করা হয় । এসময় তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়।

আজ রমেল চাকমার হত্যা প্রতিবাদ কমিটি ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কর্তৃক আয়োজিত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিতব্য অবস্থান ধর্মঘট কর্মসূচীতে যোগদান করার কথা ছিল প্রতিনিধি দলের।
mongsai79@gmail.com

Comments