ইয়াহু মেইল অ্যাপের জন্য নতুন ফিচার

ইয়াহু মেইলইয়াহু মেইলজিমেইল, আউটলুক বা এওএল ই-মেইল ঠিকানা ব্যবহার করে ইয়াহু ই-মেইল অ্যাপে ঢোকার সুযোগ দিচ্ছে ইয়াহু কর্তৃপক্ষ। গতকাল সোমবার ফেসবুক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

ইয়াহুর এক বিবৃতিতে বলা হয়, ইয়াহু মেইল অ্যাপ দলটি সব সময় নতুন ফিচার তৈরি করে মানুষকে সংগঠিত থাকতে সাহায্য করে। ইয়াহু মেইলের নতুন ফিচারটি পেতে জিমেইল, আউটলুক বা এওএল ই-মেইল ঠিকানা ব্যবহার করে ইয়াহু অ্যাকাউন্ট তৈরি করে ইয়াহু মেইল অ্যাপে ই-মেইলগুলোকে সিনক্রোনাইজের অনুমতি দিতে হবে।
অ্যাপ স্টোর ও গুগল প্লেস্টোরে ইয়াহু মেইল অ্যাপটি পাওয়া যাবে।
গত ফেব্রুয়ারিতে ইয়াহু কর্তৃপক্ষ মেইল অ্যাপের জন্য কলার আইডি ও ফটো আপলোড নামের একটি ফিচার এনেছে। এ ফিচারটির মাধ্যমে মেইল তালিকায় কন্টাক্ট হিসেবে থাকা কেউ কল দিলে তাকে চেনা যাবে। ফটো আপলোড ফিচার চালু থাকলে মোবাইল ক্যামেরায় তোলা ছবি ডেস্কটপ মেইল অ্যাকাউন্টেও পাওয়া যাবে। তথ্যসূত্র: আইএএনএস।
mongsai79@gmail.com

Comments