ফেসবুক অ্যাকাউন্ট খুললেই সরকারকে দিতে হবে ফি!

ফেসবুক বর্তমান বিশ্বের একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। ফেসবুক অ্যাকাউন্ট খুললে মূলত কাউকে কোন টাকা দিতে হয়না। শুধু একটা ইমেইল অথবা মোবাইল নাম্বারের মাধ্যমে আইডি খোলা যেত। কিন্তু এখন থেকে ফেসবুক অ্যাকাউন্ট খুললেই সরকারকে দিতে হবে ফি।
মিসরে ফেসবুক সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবেই শুধু ব্যবহৃত হয়না। সেই সঙ্গে এটি নানা আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহৃত হয়। আর এ কারণে ফেসবুকসহ নানা ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির নীতিনির্ধারণী সংস্থা।
সম্প্রতি সন্ত্রাসবিরোধী পদক্ষেপ হিসেবে মিসরের সংসদীয় কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমটির ওপর আরও বেশি নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাব দিয়েছে। এ ছাড়া নতুন আইন পাসের প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বাড়তি অর্থ ব্যয় করতে হবে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, প্রত্যেক ব্যবহারকারী তাদের জাতীয় পরিচয়পত্রর ওপর ভিত্তি করে ফেসবুক চালু করতে পারবে। আর সেই জাতীয় পরিচয়পত্র ব্যবহারের ওপর একটি ফি দিতে হবে।mongsai79@gmail.com

Comments