
সম্প্রতি জানা গেছে স্বপ্নিল চাকমা নামে একজন ছাত্র প্রেমিকার ছ্যাকা খেয়ে বাড়ি থেকে পালিয়ে কলাগাছে দড়ি বেঁধে আত্মহত্যা করে।এ ঘটনা ঘটে মঙ্গলবার রাত ১১ টার সময়।স্বপ্নিল চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার নারানখাইয়া পাড়ায়। সে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র।পিতার নাম সুরেশ কুমার চাকমা।স্বপ্নিল চাকমা মারা যাওয়ার আগে একটা চিঠি লিখে যায় তার প্রেমিকার জন্য সে চিঠি এখন জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা হবে স্বপ্নিলের আত্মার সান্ত্বনার জন্য।তবে খাগড়াছড়ি জেলার উপ পুলিশ কমিশনার লেডি কিলার টরেন্ট চাকমা বলেন,ঘটনা টি কতটুকু সত্য টা তদন্ত করা হবে।অপর দিকে স্বপ্নিল চাকমার প্রেমিকা স্বপ্নিলের মৃত্যুর খবর শুনে শুক্রবার রাতে ভোজের আয়োজন করবেন বলে গোপন সুত্রে জানা গেছে।স্বপ্নিলের বন্ধুদের সাথে কথা বলে জানা যায় স্বপ্নিল তার প্রেমিকাকে প্রেম পত্র দেওয়ার পর হাতের লেখা সুন্দর না হওয়ায় তার প্রেমিকা প্রেম পত্রটি ছুড়ে মেরে দেয় এ শোকে স্বপ্নিল আত্মহত্যা করে এটি তার বন্ধুদের ধারনা।
Comments
Post a Comment
Thanks for you comment