কলকাতার মুভিতে প্রথম আদিবাসী মেয়ে হিসেবে পা রাখলেন রাংঙ্গামাটির মনিষা চাকমা



এই প্রথম বারের মত কলকাতার সুপারস্টার জিৎ এর সাথে ফিল্মে নাম লেখালেন মনিষা।সম্প্রতি তিনি কলকাতায় গিয়ে জিৎ এর সাথে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। নতুন এই ফিল্মে তিনি প্রধান নায়িকার চরিএে অভিনয় করবেন বলে জানা গেছে। আগামী মাসের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে লন্ডনে।এই ব্যাপারে বিস্তারিত জানতে তাকে ফোন করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
mongsai79@gmail.com

Comments