বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা শোভাযাত্রায় হামলা


বার্তা প্রতিবেদন [মে ১০, ২০১৭ ইং]
সূত্রঃ সবুজ বড়ুয়া, মংথেনহ্লা রাখাইন, কক্সবাজার।

বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেউদযাপিত হয়। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ, বোধি বা সিদ্ধিলাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন।

শুভ বৈশাখী পূর্নিমা উপলক্ষে আজ  লাকসামদুপচর আলিশর হতে শান্তি শোভাযাত্রাটি কুমিল্লায় পৌছালে হঠাৎ করেইবৌদ্ধদের উপর হামলার করা হয়।
 
এক পর্যায়ে অনেকে র্যালীতে অংশ না নিয়ে চলে যায়। আজকের বুদ্ধ পূর্ণিমার দিনে এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরাতীব্র নিন্দা জানাচ্ছি। এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি বলে জানিয়েছেন বৌদ্ধ নেতৃ বৃন্দ।
mongsai79@gmail.com

Comments