মিস ইন্ডিয়া প্রতিযোগী রিংকি চাকমা বজ্রপাতে গুরুতর আহত !

মিস ইন্ডিয়া প্রতিযোগী রিংকি চাকমা আজ সন্ধ্যা ৬ঃ৪৩ ঘটিকায় আগরতলার এক কথিত বন্ধুর বাসায় প্রান জিরা পানি খাওয়ার সময় আকষ্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। ওই ঘরে থাকা বাকি সদস্যরা সবাই অক্ষত রয়েছেন।
বজ্রপাতের আঘাতে রিংকি চাকমার বাম পাশের চোয়াল পুড়ে গেছে, এতে রিংকি চাকমার পোড়া চোয়াল নিয়ে মিস ইন্ডিয়া হওয়ার আশা নিরাশা হয়ে গেছে। ইন্ডিয়া জুম্মবাসীদের জনেমনে অনেকের কৌতূহল দেখা দিয়েছে, এবং ইন্ডিয়া ফেসবুক ইউজারেদের মধ্যে ব্যাপক সমালোচনা ঝড় উঠেছে। রিংকি চাকমার প্রতিবেশি লুম্বুরি নামের এক মহিলা ঘটনার সত্যটা নিশ্চিত করে তিনি বলেছেন এত্ত বড় ঠাডা পড়লো কিন্তু ওই বাসার কেউ একটা ছোট ইঞ্জুর হলো না ! কেবল রিংকি চাকমা আহত হলো ! ব্যাপারটা আধ্যাত্মিক ! তিনি আরো বলেন বুদ্ধিষ্ট রিংকি চাকমা আল্লাহর দোয়া চাওয়ায় দিধর্মের চীপায় পরার কারণেই আকাশের স্বাভাবিক অবস্থার পরও উপর ওলা রিংকি চাকমার উপর হয়তো ঠাঁডা ফেলেছে !
mongsai79@gmail.com

Comments