বান্দরবানে সেটেলার কর্তৃক স্কুলছাত্রী ধর্ষণ,গ্রেফতার-১

বান্দরবানে লামা উপজেলায় সেটেলার কর্তৃক এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। সোমবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঠাণ্ডাঝিরি পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের কর্তৃক জানা যায়, এক স্কুলছাত্রীকে অচেতন করে তারা পালা ক্রমে ২জন সেটেলার ছেলে ধর্ষণ চালায়। ভুক্তভোগী কিশোরী হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী।
ধর্ষক আনোয়ার হোসেন (২৯) ইয়াংছা নতুন পাড়া গ্রামের মোঃ হোসেনের ছেলে। আর অপরজন মোঃ রুবেল (১৯)।
পাড়া প্রতিবেশীরা জানায়, গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে কিশোরী বাড়ির পাশের দোকানে শ্যাম্পু কিনতে যায়।
সেখান থেকে ফেরার পথে আগে থেকে ওঁত পেতে থাকা আনোয়ার হোসেন ও রুবেল নামের দুই যুবক তার মেয়েকে মুখ চেপে ধরে পাহাড়ে নিয়ে যায়। সেখানে পানি জাতীয় এক প্রকার ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করে।
কিশোরীকে রাত ১০টায় চিকিৎসার জন্য লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি দেখে চমেক হাসপাতালে রেফার করে।
এছাড়া রুবেল পালিয়ে গেলে ও আনোয়ার হোসেনকে আটক করে স্থানীয়রা।পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে যায়।
mongsai79@gmail.com

Comments