......................
থানিচ উপজেলা বলিপাড়া ইউনিয়নের আজ সকাল ৬.০০ ঘটিকা সময় ডাকছৈ পাড়ার ও কমলা বাগাম ত্রিপুরা পাড়া স্থায়ীবাসিন্দা সহজ সরল নিরীহ ব্যক্তিদেরকে একদল সেনাবাহিনী এসে ধরে নিয়ে যায়,তারা হলেন ক্যসিংচিং মারমা(৪৭), কবির ত্রিপুরা(৩২),জীবন্ত ত্রিপুরা(৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়,আজ সকাল অনুমানিক ৬টা দিকের কমলাবাগাম মারমা এলাকায় দিকের তারা মাছ খুজঁতে বের হয় এবং অন্য ত্রিপুরা দু'জন মানুষের কাছের দিনমজুর করতে যাওয়া সময় এক পর্যায়ে সেনাবাহিনী একদল এসে তাদেরকে ধরে নিয়ে যায়।কোন কারণবশত ছাড়া এবং জিঙ্গাসাবাদ না করে নিরীহ লোকদেরকে সন্ত্রাসী বলে ধরে নিয়ে যায়।
আর এদিকে ক্যসিংচিং মারমা(৪৭) অনেক মারধর করে ছেড়ে দেয় এবং অন্য দু' জনকে বর্তমানে বান্দরবান উদ্দ্যেশ্যে নিয়ে যায় সেনাবাহিনীরা।
স্থানীয় সূত্রে জানা যায়,আজ সকাল অনুমানিক ৬টা দিকের কমলাবাগাম মারমা এলাকায় দিকের তারা মাছ খুজঁতে বের হয় এবং অন্য ত্রিপুরা দু'জন মানুষের কাছের দিনমজুর করতে যাওয়া সময় এক পর্যায়ে সেনাবাহিনী একদল এসে তাদেরকে ধরে নিয়ে যায়।কোন কারণবশত ছাড়া এবং জিঙ্গাসাবাদ না করে নিরীহ লোকদেরকে সন্ত্রাসী বলে ধরে নিয়ে যায়।
আর এদিকে ক্যসিংচিং মারমা(৪৭) অনেক মারধর করে ছেড়ে দেয় এবং অন্য দু' জনকে বর্তমানে বান্দরবান উদ্দ্যেশ্যে নিয়ে যায় সেনাবাহিনীরা।
সংগ্রহীত ছবিঃ ক্যসিংচিং মারমা সাথেই সাক্ষাতকালে সময় তোলা।
mongsai79@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment