লামায় আদিবাসী ইউপি মহিলা মেম্বারকে মারধর

লামার ফাঁসিয়াখালি  ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের আদিবাসী মহিলা মেম্বার মাহাই মার্মাকে বেধড়ক ভাবে  মারধর করেছে একই ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মোঃ কুতুব উদ্দিন। ৮ মে সোমবার বেলা সাড়ে ১০টায় কুরুপপাতা ঝিরি নামক রাস্তায় এ ঘটনা ঘটে।
আহত ১,২,৩ নং ইউপি ওয়ার্ডের মহিলা মেম্বার মাহাই মার্মা বলেন, ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কুরুপপাতা ঝিরি রাস্তায় অতিদরিদ্র্য কর্মসংস্থান কর্মসূচীর কাজ সোমবার সকাল থেকে শুরু হয়। বেলা ১০ টার দিকে ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ কুতুবউদ্দিন এসে কুরুপপাতা ঝিরি রাস্তার কাজে বাধা দেয়। এ সময় আমি বাঁধা দেওয়ার কারণ জানতে চাইলে মেম্বার কুতুবউদ্দিন বলে, চেয়ারম্যান আমাকে কোন প্রকল্প দেয় নাই, তাই আমার ২ নং ওয়ার্ডের সরকারের কোন কাজ আমি হতে দেব না এই বলে আমাকে প্রকাশ্যে মেম্বার কুতুবউদ্দিন তার পায়ের সেন্ডের খুলে খুব মারধর করে, পরে আমার চুল ধরে ফেলে দিয়ে কিল, ঘুষি লাথি মেরে আমাকে আহত করে। আমি বর্তমানে লামা হাসপাতালে চিকিৎসাধীন আছি।
এ বিষয়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ কুতুব উদ্দিনের কাছ থেকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, মহিলা মেম্বার মাহাই মার্মা ডাক্তার থেকে সার্টিফিকেট নিয়ে আমার বিরুদ্ধে মামলা করতে বলুন।
এ ব্যাপারে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, আমার পরিষদের মহিলা মেম্বার মাহাই মার্মাকে মারধরের বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উভয় পক্ষকে নিয়ে বৈঠক বসে ছিলাম। অভিযুক্ত ২ নং ওয়ার্ড মেম্বার কুতুবউদ্দিন মারধরের বিষয়টি অস্বীকার করায় আমরা সমাধান করতে পারিনি।
mongsai79@gmail.com

Comments