শাহপরীর দ্বীপে মোবাইল চার্জে ঘূর্ণিঝড় ‘মোরা’ আশির্বাদ!

শাহপরীর দ্বীপে মোবাইল চার্জে ঘূর্ণিঝড় ‘মোরা’ আশির্বাদ!
ঘূর্ণিঝড় ‘মোরা’ যেমনি সর্বনাশ করে দিয়েছে তেমনি আবার কারো কারো জন্য হয়ে দাঁড়িয়েছে আশির্বাদ হিসাবেও। এরকম আশির্বাদ হয়ে দাঁড়িয়েছে মোবাইল চার্জিংএর ক্ষেত্রে।  
এটা ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ এলাকা কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে। সেখানে প্রতিটি মোবাইলে চার্জ দেয়ার খরচ আদায় করা হচ্ছে ৫০ টাকা করে। ক্ষেত্র বিশেষে আরো বেশী টাকা আদায় করা হচ্ছে।
জানা গেছে, সেখানে দুই ব্যক্তি মোবাইলে চার্জ দেয়ার ব্যবসা করেন। এতদিন ধরে প্রতিটি মোবাইল ৫/১০ টাকা করে চার্জ দিয়ে আসছিলেন এলাকাবাসী। কিন্তু ‘মোরা’র তাণ্ডবের পর সেই মোবাইল চার্জার এর দোকান যেন আকস্মিক গরম হয়ে উঠেছে। প্রতিটি মোবাইলে ৫০ টাকার কমে কোন কথাই নেই।
শাহপরীর দ্বীপের প্রবীণ শিক্ষক জাহেদ হোসেন জানান, ‘আমার মোবাইলে চার্জ দেওয়া হয়েছে ৩০ টাকার বিনিময়ে। কিন্তু আমার কন্যার মোবাইলে চার্জ দিতে আদায় করা হয়েছে ৫০ টাকা। হয়তোবা আমি অবসরপ্রাপ্ত শিক্ষক তাই আমাকে ২০ টাকা ছাড় দেওয়া হয়েছে। ’ 
তবে এ ব্যাপারে মোবাইল চার্জার দোকানীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  
mongsai79@gmail.com

Comments