মহালছড়িতে অস্ত্র, গুলি ও সামরিক পোষাকসহ ইউপিডিএফ’র সন্ত্রাসী আটক


নিরাপত্তা বাহিনীর অভিযানে  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র সন্ত্রাসী প্রীতি বিকাশ চাকমা ওরফে বসু চাকমাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোর রাতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, মিয়ানমার আর্মির একটি কম্ব্যাট জ্যাকেট, দু’টি মোবাইল, চাঁদা আদায়ের ২০টি রশিদ বই ও একটি নোট বুক উদ্ধার হয়েছে।
আটক প্রীতি চাকমা ইউপিডিএফ’র  মহালছড়ি উপজেলা শাখার অর্থ সচিব বলে জানা গেছে।
খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৪-৫ সন্ত্রাসী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে  মঙ্গলবার ভোর ৩টার দিকে  মহালছড়ি জোনের একটি টহল দল উপজেলার মাইসছড়ির নোয়া পাড়ায় অভিযান চালায়।
এ সময় প্রীতি বিকাশ  চাকমাকে এ সব আগ্নেয়াস্ত্রসহ  আটক করতে সক্ষম হয়। প্রীতি বিকাশ চাকমাকে পুলিশে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
mongsai79@gmail.com

Comments