রাঙ্গামাটি লংগদুতে অগ্নিসংযোগ প্রতিবাদে থানছিতে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

e51fdccd9c48f69a50bf8f700542dd23.jpg
বাংলাদেশ প্রেস,চট্টগ্রাম ব্যুরোগত ২জুন রাঙ্গামাটি জেলার লংগদুতে অগ্নিসংযোগ প্রতিবাদে বান্দরবানে থানছি উপজেলায় ছাত্র সমাজ আর সর্বস্তরে জনসাধারণ ও জনসংহতি সমিতি (psp) এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সকালে উপজেলায় বিভিন্ন সড়কের বিক্ষোভ মিছিল বের হয়ে পরে বাজারে মেইড সড়কে দাড়িঁয়ে মানববন্ধন করা হয়।

এসময় উপজেলা পুলিশ প্রসাসন বাধামুখি হয় সাধারন জনগন।পুলিশ অফিসার ইন্চার্জ এক মেডিকেল ছাত্রকে  বিভিন্ন ভাষায় জিঙ্গেস করে পরে এক পর্যায়ের তিনি বললেন বাংলা ভাষার পারেন কিনা।জবাবে মেডিকেল ছাত্রটি বললেন আমরা বাংলাদেশে বসবাস করেছি বাংলা ভাষার পারবো না কেন?


পরে অফিসার ইন্চার্জ সরকার বিরোধী ও কোন কথা না বলার জন্য বললেন - এবং জোর গলার সুরে বিক্ষোভ মিছিল করলে আইনে ব্যবস্থা হবে বললেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন থানছি উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াইন মারমা (পকশৈ),জনসংহতি সমিতি থানছি উপজেলা সাধারণ সম্পাদক মেমং মারমা,পাহাড়ি ছাত্র পরিষদ সভাপতি নুশৈমং মারমা সহ উপজেলায় বিভন্ন এলাকায় সর্বস্তরে জনসাধারণ।
mongsai79@gmail.com

Comments