‘আদিবাসীদের সবকিছু শেষ করে দেয়া হয়েছে’

ফজলে হোসেন বাদশা
রাঙামাটির লংগদুর তিন গ্রামে পুড়ে যাওয়া ঘরে ধ্বংসস্তূপ দেখে ও ধ্বংসযজ্ঞের বর্ণনা করতে গিয়ে আদিবাসী বিষয়ক সংসদীয় কমিটি ককাসের সভাপতি ফজলে হোসেন বাদশা বলেন, ‘যা দেখলাম তাতে বলার ভাষা আমার নেই। সব শেষ করে দেয়া হয়েছে। এই এলাকা বসবাস করা আদিবাসীদের আর কিছু নেই। সব ছাই করে দেওয়া হয়েছে। তাদের এখন পথে বসার মত অবস্থা তৈরি করা হয়েছে।’
বুধবার ১৪ দলের সাথে লংগদু পরিদর্শনে গিয়ে একথাগুলো বলেন বাদশা। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত আদিবাসীদের প্রত্যেকটি বাড়ি তৈরি করে দিতে হবে। তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এর কোন বিকল্প নেই। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে জানানো হবে।’
তিনি আরো বলেন, ‘একজনের লাশ পাওয়াকে কেন্দ্র করে একের পর এক গ্রাম পুড়িয়ে দেয়া হবে এটা কোনমতে গ্রহণযোগ্য হতে পারে না। পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন করতে হবে। পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। এখানে অরাজকতা সৃষ্টি করা হয়েছে। যারা এই ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে পাহাড়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাড়াতে হবে।’
ফজলে হোসেন বাদশা বলেন, ‘আজকে আমাদের পরিদর্শনে আসলাম এই আসার মধ্যে কাজ শেষ হলে হবে না। আমরা এই বিষয়টি নিয়ে ঢাকায় গিয়ে কথা বলব। ক্ষতিগ্রস্ত আদিবাসীদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। তাদের আর কিছুই নেই।’
mongsai79@gmail.com

Comments