থানচিতে মারমা গ্রাম উচ্ছেদের আশঙ্কা

থানচিতে মারমা গ্রাম উচ্ছেদের আশঙ্কা
আদিবাসী বার্তা রিপোর্ট:
টি. এম প্রু মারমা, 
বান্দরবান জেলার দুর্গম থানচিতে মারমাদের জমি অধিগ্রহণ করা হবে বলে খবর পাওয়া 
গেছে। 
সোমবার ১০-০৭-২০১৭ ইং তারিখে বলিপাড়া জোন কমান্ডারের নেতৃত্বে উপজেলার, 
বলিপাড়া জোন পার্শবর্তী মনাই পাড়া গ্রামের ২৫-৩০ একর জমি অধিগ্রহণ করার জন্য 
"লাল পতকা"(সাংকেতিক পতকা) দিয়ে রেখেছে।
উক্ত ঘটনায় পাড়া প্রধান সহ গণমান্য ব্যক্তিবর্গ কর্তব্যরত বিজিবি অফিসারের কাছে জানতে 
চাইলে তিনি বলেন, উপর থেকে এই জামি অধিগ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই এই 
জমি অধিগ্রহণের জন্য নির্বাচন করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে 
তিনি জানিয়েছেন। 
তবে এত পাহাড়ি উচ্ছেদের নতুন কোন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে স্থানীয়রা ধারণা করেছে। 
এর ফলে উক্ত গ্রামের ৫৩ টি মারমা পরিবার উচ্ছেদ আতংকে দিন পারছেন। 

টি. এম প্রু মারমা//

বান্দরবান জেলার দুর্গম থানচিতে মারমাদের জমি অধিগ্রহণ করা হবে বলে খবর পাওয়া গেছে। 

সোমবার ১০-০৭-২০১৭ ইং তারিখে বলিপাড়া জোন কমান্ডারের নেতৃত্বে উপজেলার,  বলিপাড়া জোন পার্শবর্তী মনাই পাড়া গ্রামের ২৫-৩০ একর জমি অধিগ্রহণ করার জন্য "লাল পতকা"(সাংকেতিক পতকা) দিয়ে রেখেছে।

উক্ত ঘটনায় পাড়া প্রধান সহ গণমান্য ব্যক্তিবর্গ কর্তব্যরত বিজিবি অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, উপর থেকে এই জামি অধিগ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই এই জমি অধিগ্রহণের জন্য নির্বাচন করা হয়েছে।তবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। 

তবে এতে পাহাড়ি উচ্ছেদের নতুন কোন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে স্থানীয়রা ধারণা করেছে। 
এর ফলে উক্ত গ্রামের ৫৩ টি মারমা পরিবার উচ্ছেদ আতংকে দিন পার করছেন। 

mongsai79@gmail.com

Comments