রাজস্থলীতে ভেসে যাওয়া মহিলার লাশ কাপ্তাইয়ে উদ্ধার

রাজস্থলীতে ভেসে যাওয়া মহিলার লাশ কাপ্তাইয়ে উদ্ধার
কাপ্তাই প্রতিনিধি : রাজস্থলী উপজেলায় পাহাড়ি ঢলে ভেসে যাওয়া পাহাড়ি নারীর লাশ মঙ্গলবার সকালে কাপ্তাই থেকে উদ্ধার করা হয়েছে। কাপ্তাই উপজেলার ভাইবোন ছড়া এলাকার কাপ্তাই খালের মূখের প্রায় ১ কিলোমিটার ভিতরে সকালে ভেসে উঠে দু’দিনের অর্ধগলিত নারীর মরদেহ। স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করলে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর ও কাপ্তাই সার্কেলের এ.এস.পি আসলাম ইকবাল দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেন।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের তাইতং পাড়া এলাকার ক্রয়েচিং
মার্মা (২৬) নামক এক উপজাতীয় মহিলা জুম চাষ শেষে বাড়ি ফেরার পথে পা পিছলে কাপ্তাই খালে পরে দু’দিন যাবত নিখোঁজ হয়ে যায়। এই বিষয়ে চন্দ্রঘোনা থানায় গত ২৩ই জুলাই একটি সাধারন ডায়েরী করা হয়। এদিকে আজ বিকাল ৬ ঘটিকার সময় চন্দ্রঘোনা থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে নিহত মহিলার লাশ তার আত্মিয়স্বজনদের কাছে সোর্পদ করা হয়েছে।
mongsai79@gmail.com

Comments