- Get link
- X
- Other Apps
আদিবাসী বার্তা রিপোর্ট: স্টাফ রিপোর্টার আদিবাসী বার্তা : উপজেলা সদরে রোয়াংছড়ি পাড়ায় বাসিন্দা আদিবাসী মংলুং মারমার মেয়ে মেপ্রুচিং মারমা (২৬) নামে ওড়নায় ফাঁসি দিয়ে আত্নহত্যা করেছে।
রোববার (৩০শে জুলাই) সকালে বাড়ির লোকেরা কাজে গেলে মেপ্রুচিং মারমা একা বাড়িতে ছিলেন। এসময় দুপুর দেড়টার দিকে মা-বাবা কাজ থাকার সময়ে নিজ বাড়িতে আত্নহত্যার এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, তিনি এক ছোট সন্তানকে নিয়ে প্রতিদিন বাড়িতে থাকতেন। তাঁর মা-বাবাও মেয়েকে বিধবা হিসেবে কাজ করতে দিতেন না। কি কারণে ফাঁসি খেয়েছে জানেন না।
ঘটনা শুনে রোয়াংছড়ি উপজেলায় পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, নির্বাহী অফিসার রবীন্দ্র চাকমা ও রোয়াংছড়ি সদর ইউপির চেয়ারম্যান চহ্লামং মারমা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: ওমর আলী ঘটনা নিশ্চিত করে বলেন, মেপ্রুচিং মারমা নামে মহিলাটি ওড়না দিয়ে ফাঁসি খেয়েছে এমন খবর পাওয়া পর সাথে সাথে থানা থেকে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানাতে নিয়ে এসেছে। ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে বেল জানান ওমর আলী।
রোববার (৩০শে জুলাই) সকালে বাড়ির লোকেরা কাজে গেলে মেপ্রুচিং মারমা একা বাড়িতে ছিলেন। এসময় দুপুর দেড়টার দিকে মা-বাবা কাজ থাকার সময়ে নিজ বাড়িতে আত্নহত্যার এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, তিনি এক ছোট সন্তানকে নিয়ে প্রতিদিন বাড়িতে থাকতেন। তাঁর মা-বাবাও মেয়েকে বিধবা হিসেবে কাজ করতে দিতেন না। কি কারণে ফাঁসি খেয়েছে জানেন না।
ঘটনা শুনে রোয়াংছড়ি উপজেলায় পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, নির্বাহী অফিসার রবীন্দ্র চাকমা ও রোয়াংছড়ি সদর ইউপির চেয়ারম্যান চহ্লামং মারমা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: ওমর আলী ঘটনা নিশ্চিত করে বলেন, মেপ্রুচিং মারমা নামে মহিলাটি ওড়না দিয়ে ফাঁসি খেয়েছে এমন খবর পাওয়া পর সাথে সাথে থানা থেকে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানাতে নিয়ে এসেছে। ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে বেল জানান ওমর আলী।
Comments
Post a Comment
Thanks for you comment