অজ্ঞাত রোগে সীতাকুণ্ডে ৯ ত্রিপুরা শিশু মৃত্যু

ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত রোগে আক্রান্ত শিশুরা। তাদের হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সের অপেক্ষায় অভিভাবকেরা। আজ বেলা সাড়ে তিনটার দিকে মধ্যম সোনাইছড়ি রেলগেট এলাকা থেকে ছবিটি তুলেছেন কৃষ্ণ চন্দ্র দাসচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়ার পাহাড়ি এলাকার ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত রোগে গত এক সপ্তাহে নয় শিশু মারা গেছে। সর্বশেষ আজ বুধবার সকালে মারা গেছে চার শিশু। এর আগে গত বৃহস্পতিবার প্রথম এক শিশু মারা যায়।
সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রথম আলোকে বলেন, ‘এই শিশুগুলোর প্রথমে জ্বরের সঙ্গে শরীরে বিচি ওঠে। এরপর কাশি ও শ্বাসকষ্ট হয়ে তারা মারা গেছে। আমরা আজ এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখান থেকে আরও ৩৬ শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
সিভিল সার্জন আরও বলেন, ‘এটাকে আমরা অজ্ঞাত রোগ বলছি। এটা পরীক্ষা–নিরীক্ষা করার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসবে। তারা সিদ্ধান্ত দেবে।’

খবর পাওয়ার পর আজ ঘটনাস্থলে সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যান। তাঁরা ত্রিপুরা পাড়ার বিভিন্ন ঘর থেকে জ্বরাক্রান্ত শিশুদের বের করে ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে পাঠানোর ব্যবস্থা করেন।
mongsai79@gmail.com

Comments