বান্দরবানে অস্ত্রসহ জেএসএস কর্মী আটক

বান্দরবান
বান্দরবানে রুমায় অভিযান চালিয়ে অস্ত্রসহ জনসংহতি সমিতির এক সদসকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার ভোর তিনটার দিকে রুমা বাজারে তার নিজ বাসা থেকে আটক করা হয়। আটককৃত সদস্যের নাম শৈহ্লাপ্রু মারমা (৪৯)। এ সময় তার কাছ থেকে একটি দেশী, একটি বিদেশী পিস্তল, সাত রাউন্ড গুলি এবং নগদ এক লাখ তেত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানান, গোপন সংবাদ পেয়ে শুক্রবার ভোরে রুমা বাজারে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় বাড়ি তল্লাশি চালিয়ে পলিথিনের মোরানো দুটি পিস্তল, গুলি এবং নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃত শৈহ্লাপ্রু রুমা সদর ইউনিয়নে ৯নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত সদস্য।
রুমা থানার ওসি শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে রুমা বাজারে অভিযান চালিয়ে জেএসএস কর্মী শৈহ্লাপ্রু মারমাকে আটক করে যৌথ বাহিনী। এ সময় বাড়ি তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, গুলি এবং ও টাকা উদ্ধার করা হয়।
mongsai79@gmail.com

Comments