বান্দরবানে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

রিচার্ড বম, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলা শহরে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ নুর আলম, নুর হোসাইন, আব্দুল হক ও সৈয়দ আলম নামে ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (০২ আগস্ট) রাত ১২টার দিকে শহরের আমতলী টিএন্ডটি পাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান থেকে কলা ও জাম্বুরা বোঝাই একটি ট্রাক চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। আমতলী টিএন্ডটি এলাকায় আসলে ট্রাকটিকে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এসময় ট্রাকের সিটের নিচে ইয়াবাগুলো উদ্ধার করে পুলিশ। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলা ও জাম্বুরা বোঝাই একটি ট্রাক থেকে ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
mongsai79@gmail.com

Comments