বান্দরবানের বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কোচিং বাণিজ্য ঠেকাতে শীঘ্রই মাঠে নামছে প্রশাসন। যেসব শিক্ষক ২০১২ সালে শিক্ষা মন্ত্রণালয় প্রণীত ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা’ মানবেন না তাঁদের চাকরি থাকবেনা বলেও হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। ১৩ আগষ্ট রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর উত্থাপিত অভিযোগের ভিত্তিতে আলোচনাকালে পার্বত্য প্রতিমন্ত্রী জেলা শিক্ষা কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা খবর নেন, কোনো শিক্ষক যদি নীতিমালা না মেনে কোচিং করায়, তাহলে তাঁর বিরুদ্ধে উর্ধতন কর্তৃপক্ষের কাছে লেখেন। তাঁর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধেও লেখেন। জেলা প্রশাসনের যারা আছেন বা আইন-শৃঙ্খলার যাঁরা আছেন তাঁরা খোঁজ নেন, ওই শিক্ষকদের যদি কোচিং করানো অবস্থায় পাওয়া যায় তাহলে উনার প্রতিষ্ঠানপ্রধান এবং শিক্ষা অফিসার, তাঁরা দায়ী থাকবেন।’
এরপর জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, নীতিমালাবহির্ভূত কোচিং বন্ধে শীঘ্রই মোবাইল কোর্ট মাঠে নামবে।
জেলা শিক্ষা অফিসার সোমা রানী বড়ুয়া জানান, ইতোমধ্যে কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের একটি তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আরো যদি কেউ কোচিং করিয়ে থাকেন, তাঁদের তালিকাও প্রণয়ন করা হবে।’
বান্দরবানে বেশ কয়েকটি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষক দীর্ঘদিন ধরে নানা জায়গায় বাসা ভাড়া নিয়ে প্রাইভেট পড়াচ্ছেন বলে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এছাড়াও ছোট ছোট কক্ষে ধারনক্ষমতার চেয়ে অনেক বেশি শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। কোনো কোনো শিক্ষক এক ব্যাচে ৩০ জনেরও বেশি শিক্ষার্থীকে এক কক্ষে পড়াচ্ছেন এমন দৃশ্য দেখা গেছে। বিশেষ করে ইংরেজি, পদার্থবিদ্যা ও গণিতের শিক্ষকরা স্কুল বা কলেজে শিক্ষার্থীদেরকে নানাভাবে চাপ প্রয়োগের মাধ্যমে প্রাইভেট পড়তে বাধ্য করছেন বলে অভিযোগ রয়েছে।
mongsai79@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment