এক সপ্তাহ ব্যবধানে জাদেজাকে হটিয়ে আবার শীর্ষে সাকিব

এক সপ্তাহ আগেই সাকিব আল হাসানকে সরিয়ে শীর্ষে উঠেছিলেন রবীন্দ্র জাদেজা। তবে শীর্ষস্থানটা এক সপ্তাহের বেশি ধরে রাখতে পারলেন না ভারতীয় অলরাউন্ডার। আইসিসি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আবার শীর্ষে সাকিব।
নিষেধাজ্ঞার কারণে পাল্লেকেলে টেস্টে খেলতে পারেননি জাদেজা। ফলে তার ৮ রেটিং পয়েন্ট কমেছে। তার পয়েন্ট এখন ৪২৯। সাকিবের পয়েন্ট আগের মতো ৪৩১-ই আছে। এর মধ্যে দিয়ে আবারও তিন ফরম্যাটের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন সাকিব।
জাদেজা অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেও আজ আইসিসির প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে বোলিংয়ের এক নম্বর স্থানটা ধরে রেখেছেন।
mongsai79@gmail.com

Comments