বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সভাপতি কংচারী মাষ্টার সহধর্মীনি মনি মারমা আর নেই। শুক্রবার রাত ১১টায় আপার পেরাছড়া নিজ বাস ভবনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়ল হয়েছিল ৬৯ বছর। তিনি স্বামী , ১ছেলে ও ২মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকেল ৩টায় খাগড়াছড়ির সদরে আপার পেরাছড়া এলাকার সমাজিক মহাশশ্মানে মনি মারমা দাহক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বিভিন্ন মহলের শোক প্রকাশ: খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ,অরণ্য বার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান , খাগড়াছড়ি রিপোর্টাস ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো:মাইনউদ্দিন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ¤্রাসাথোয়াই মারমা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, জেলা যুব মারমা ঐক্য পরিষদ আহ্বায়ক ক্যচিনু মারমা,সদস্য সচিব সাচিং মারমা ,সদর উপজেলা মারমা ঐক্য পরিষদ সভাপতি পটু মারমা ,সহ সভাপতি সানাইউ মারমা,সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা,সদর উপজেলা যুব মারমা ঐক্য পরিষদ সভাপতি কালাচান মারমা,সাধারণ সম্পাদক ক্যচিং মারমা, সদর উপজেলা মহিলা মারমা ঐক্য পরিষদ সভানেত্রী পাইক্রই মারমা,সাধারণ সম্পাদিকা কেমি মারমা,সদর উপজেলা ছাত্র মারমা ঐক্য পরিষদ আহ্বায়ক সুইচিং মারমা,সাধারণ সম্পাদক মিন্টু মারমাসহ পৃথক শোক বার্তা দিয়েছেন নেতৃবৃন্দ ।
Comments
Post a Comment
Thanks for you comment