Sumon Chakma added 5 new photos — with Alex Son and 46 others.
http://zummoney.club/427307561519/
mongsai79@gmail.com
গত ২০-০৮-২০১৭ ইং তারিখ মিসেসঃ স্বপ্না চাকমা স্বামী ঃ মৃত, দুলাল চাকমা গ্রামঃ শিজক শিলছড়ি পোঃ দুরছড়ি থানাঃ বাঘাইছড়ি জেলাঃ রাংগামাটি পার্বত্য জেলা। তিনি চট্টগ্রাম প্রির্পোট এলাকা ২ নং মাইলে মাথা নামক স্থানে রাস্তা পারা-পার হওয়ার সময় পেছন থেকে একটি মালবাহি ট্রাক পদ দলিত করে। খবর পেয়ে পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের লোকেরা গুরুতর আহত অবস্থায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসঁপাতালে ভতিঁ করিয়াছেন। তিনি বতর্মানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসঁপাতালে ৫ম তলা ২৬ নং ওয়ার্ড ৭৪ নং বেডে চিকিৎসা রয়েছেন। তার ডান পা কেটে ফেলা হয়েছে, এবং বাম পা পালু ভেঙ্গে গেছে। এখন স্বপ্না চাকমা সুচিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, মানবতার হাত বাড়িয়ে দিন।
ফেইসবুক হতে সংগ্রহকৃত
Comments
Post a Comment
Thanks for you comment