খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত চাকমা ব্যবসায়ীর মৃত্যু

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু
খাগড়াছড়িতে টমটম উল্টে আহত ব্যবসায়ী প্রিয় কান্তি চাকমা (৫০) নিহত হয়েছেন।  আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এরআগে পৌর শহরের জিয়া মুক্তি এলাকায় গত মঙ্গলবার যাত্রীবাহী টমটম উল্টে যায়। এতে প্রিয় কান্তি চাকমা মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়।  
পরে তাকে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে ও পরে অবস্থা গুরুতর হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। চমেক চিকিৎসাধীন আজ সকালে তিনি মারা যান।  
প্রিয় কান্তি চাকমা খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পারকী চাকমার স্বামী ও প্রধান শিক্ষক জ্ঞান চাকমার জামাতা।  মরদেহ ময়নাতদন্ত শেষে তার শশ্বর বাড়ি মহাজন পাড়ায় আনা হয়েছে।  
mongsai79@gmail.com

Comments