টেকনাফের হোয়াইক্যংয়ে ২৫ টি গুলিসহ এক রোহিঙ্গা আটক

টেকনাফের হোয়াইক্যংয়ে ২৫ শটগানের গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। সে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া অনিবন্ধিত ক্যাম্পের ডি ব্লকের মৃত শাহ আলমের ছেলে জাফর আলম (৪০)। ৩০ আগস্ট বিকেল ৪ টায় হোয়াইক্যং চেকপোষ্টে লেন্স নায়েক শেখ আব্দুল্লাহ’র নেতৃত্বে টেকনাফগামী একটি স্পেশাল বাসে নিয়মিত তল্লাশি চালিয়ে ওই রোহিঙ্গা নাগরিককে ২৫ টি গুলিসহ আটক করা হয়। বিজিবি ওই কর্মকর্তা সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত গুলিগুলো শর্টগানের। তাকে থানায় সোপর্দ পূর্বক কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA

Comments