সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রোপাগান্ডামূলক ও ভিত্তিহীন

সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রোপাগান্ডামূলক ও ভিত্তিহীন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রোপাগান্ডামূলক ও ভিত্তিহীন।

‘তাকে সংখ্যালঘু হিসেবে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেয়া হয়েছে’ – বলাটাই হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সবচাইতে বড় অবমাননা।
প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেছেন,
“গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রথম বাক্যের প্রথম শব্দটি হচ্ছে ‘আমরা’। ‘আমরা’—এই শব্দ এবং এর ‘আমরা’ এর চেতনার ওপরই একটি জাতির শক্তি নিহিত। একটি জাতি গঠনের প্রধান চালিকাশক্তি হচ্ছে এই ‘আমরা’। একটি জাতি গঠনের ক্ষেত্রে এই ‘আমরা’ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একটা কমিউনিটিতে যারা থাকেন তারা যতক্ষণ না ‘আমরা’বাদ এর রহস্যময় রসায়নে নিজেদের একীভূত করে ফেলতে না পারেন ততক্ষণ একটি কমিউনিটি কমিউনিটিই থেকে যায়। যে মুহূর্তে তারা এই পর্যায়ে উন্নীত হয় তখনই একটি কমিউনিটি জাতিতে রূপান্তরিত হয়।
জাতি গঠনের অতি অপরিহার্য এই উপাদান সম্পর্কে আমাদের ‘ফাউন্ডিং ফাদার্স’রা অনুধাবন করেছিলেন বলেই সংবিধানের প্রথম বাঁকেই তারা সংযুক্ত করেছিলেন, “We, the people Republic of Bangladesh, having proclaimed our independence on the 26th day of March, 1971 and, through a historic struggle for national liberation, established the independent, soverign people’s Republic of Bangladesh.”
প্রধান বিচারপতি বলছেন, এর অর্থ হচ্ছে জনগণ সর্বময় ক্ষমতার উৎস, জনগণই হচ্ছে সত্যিকার অর্থে সার্বভৌমত্বের অর্জনকারী, সংবিধানেরও। কাজেই সংবিধানের মুখবন্ধ বলছে আমাদের সংবিধানের আইনি ভিত্তি হচ্ছে জনগণ, যারা আসলে প্রকৃত ক্ষমতার উৎস।”
“No nation- no country is made of or by one person. If we want to truly live up to the dream of Sonar Bangla advocated by our Father of the nation, we must keep ourselves free from this suicidal ambition and addiction od I’ness, that only one person or one man did all this etc.”
‘কোনো জাতি বা দেশ কোনো এক ব্যক্তিকে দিয়ে গড়ে ওঠে না, কিংবা কোনো একজন দ্বারা তা গঠিতও হয় না। আমরা যদি সত্যিই জাতির জনকের সোনার বাংলা’র স্বপ্নের পরিপূর্ণতা চাই, তাহলে অবশ্যই আমাদের আমিত্বের আসক্তি এবং এই আত্মঘাতী অভিপ্রায় থেকে মুক্ত হতে হবে।’
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA

Comments