ক্ষুদার্থ বাঘের সামনে পড়লে কি হয় সেটা টের পেয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড। তালিকায় একমাত্র অপূর্নতা ছিল অষ্ট্রেলিয়াকে না পাওয়ার হতাশা। এবার সেটাকে পরিপূর্ন রুপ দিল বাংলাদেশের টাইগাররা। বাঘের ঢেরার অষ্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের সাথে না খেলতে চাওয়ার শোধ তুলল টাইগাররা।
সাকিব, মিরাজ, তাইজুলদের ঘুর্ণিতে গতকালের ২ উইকেটে ১০৯ রান নিয়ে খেলা শেষ করে শক্ত অবস্থানে থেকেও হেরেছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই জয়ের নায়ক স্পিনাররা। এক সাকিব আল হাসান প্রথম ইনিংসের মতই দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৫ উইকে। সাথে যোগ্য সঙ্গী হিসেবে ছিল তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। তিন স্পিনারের যুগলে মিরপুর টেস্ট শাক্ষী হয়ে থাকল বাংলাদেশের ইতিহাসের।
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ
https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
সাকিব, মিরাজ, তাইজুলদের ঘুর্ণিতে গতকালের ২ উইকেটে ১০৯ রান নিয়ে খেলা শেষ করে শক্ত অবস্থানে থেকেও হেরেছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই জয়ের নায়ক স্পিনাররা। এক সাকিব আল হাসান প্রথম ইনিংসের মতই দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৫ উইকে। সাথে যোগ্য সঙ্গী হিসেবে ছিল তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। তিন স্পিনারের যুগলে মিরপুর টেস্ট শাক্ষী হয়ে থাকল বাংলাদেশের ইতিহাসের।
Comments
Post a Comment
Thanks for you comment