স্টাফ রিপোর্টার : রাঙামাটি শহরের জিমনেশিয়াম এর পেছনে কাপ্তাই হ্রদ থেকে রবিবার সকালে একজন অজ্ঞাতনামা ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি একজন উপজাতী পুরুষের বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকাল ৮টার দিকে জিমনেশিয়ামের পেছনে এলাকাবাসী দূর্গন্ধ পেয়ে অনুসন্ধান করে কাপ্তাই হ্রদে একটি ভাসমান লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে কোতয়ালী থানার একটি পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৯টায় লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকাল ৮টার দিকে জিমনেশিয়ামের পেছনে এলাকাবাসী দূর্গন্ধ পেয়ে অনুসন্ধান করে কাপ্তাই হ্রদে একটি ভাসমান লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে কোতয়ালী থানার একটি পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৯টায় লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
সত্যজিত বড়–য়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকালে ওই এলাকায় কাপ্তাই হ্রদের একটি ঘোনায় উপুড় হয়ে থাকা একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ধারনা করেন লাশটি অন্তত ১০ থেকে ১২ দিন আগের। প্রাথমিকভাবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। এখনো পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
ময়না তদন্ত শেষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
Comments
Post a Comment
Thanks for you comment