মায়ানমারে সেটেলার বাঙ্গালী হাতে ম্রো আদিবাসি নিহত

গত পরশুদিন মায়ানমার আরাকান প্রদেশের মংডু নামক অত্র এলাকায় মুসলিম রোহিঙ্গা জঙ্গি সন্ত্রাসী কতৃক নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে নারী-পুরুষ অন্তত ৭-৮জনকে অবৈধ অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করেছে এবং ৬জন নারী- শিশুসহ অপহরণ করে নিয়ে গেছে বলে জানা গেচ্ছে।
সেখানকার স্থানীয়রা ক্ষোভে দুঃখেরর প্রতিবাদ জানিয়ে বলেছেন আমরা সুস্থ বিচার চাই অপরাধীদের অবিলম্বের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেয়া হোক।
তাছাড়া আরো বলেছেন রোহিঙ্গাদের সামান্য একটু আঘাট পেলে বিশ্ব কাপের কিন্তু ওদের গোপণের জঙ্গি সন্ত্রাসী কার্যকলাপ কেউ দেখে না ও আমরা এমন কান্ড বিরুদ্ধে প্রতিরোধ বা প্রতিবাদ করলে আমরা অপরাধী বা আইনে চোখে দোষী হই।
তাই এমন ঘটনাদি বিশ্ব দরবারে তুলে ধরতে চাই বলে অনেকের দাবী করেছে।
আমিও তা সংহিত প্রকাশ করছি।
mongsai79@gmail.com

Comments