অস্ত্রের মুখে প্রধান বিচারপতিকে জিম্মি করতে গিয়ে জেনারেল আকবর নিজেই ধরা

ষোড়শ সংশোধনীর রায় বদলানোর চেষ্টায় অস্ত্রের মুখে বিচারপতি সিনহাকে জিম্মি করতে গিয়ে নিজেই আটক হন জেনারেল আকবর। 
ঘটনা গত ১৭ আগস্টের। সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন অফিস থেকে ছুটি নিয়ে আরও তিন জন পিএসওকে সাথে নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসভবনে যান। তারা ছোট অস্ত্র বহন করছিলেন সাথে। সেখানে ঢুকে বিচারপতি সিনহাকে অস্ত্রের মুখে জিম্মি করে রায় বদলানো অথবা তাকে অপহরন করে বাইরে নিয়ে যাওয়া উদ্দেশ্য ছিল। জেনারেলরা বিচারপতি সিনহার মাথায় অস্ত্র ঠেকালে সিনহার প্রহরীরাও চারদিক দিয়ে অস্ত্র দিয়ে ঘিরে ফেলে। আগে থেকেই তারা ছিলো সতর্ক। বড় অস্ত্রের কাছে ছোট অস্ত্র পরাস্ত হয়। ফলে আকবর বাহিনী ব্যর্থ হয়ে ফিরে আসে। যেনো ঠিক হিন্দি ছবির জিম্মি, পাল্টা জিম্মি নাটক! তবে এ সময় বাইরে একটি গুজব ছড়িয়ে পড়ে- বিচারপতি সিনহা আটক! অবশ্য ঘটানার খবর উভয় পক্ষ থেকে মিডিয়াতে গোপন রাখা হয় ।
শেখ হাসিনার নির্দেশনা নিয়েই জেনারেল আকবর ঐ অপারেশন চালায় বলে জানিয়েছে সূত্রটি। তবে বর্তমান চুক্তিভিত্তিক নিয়েজিত আইন সচিব জহিরুল দুলালের পরিকল্পনা অনুযায়ী আকবর এই কম্মটি করেন বলে জানায় সূত্র। অতীতে বিচার সার্ভিসের কর্মকর্তা দুলাল বহু নিম্ন আদালতের জজ এবং এবং সুপ্রীম কোর্টের বিচারককে এভাবে অস্ত্র দেখিয়ে রায়রদিতে বাধ্য করে সফল হন। বিষয়টি প্রধান বিচারপতির জানা আছে। তাই এমন ঘটনা ঘটতে পারে বলে তিনি আগেই সতর্ক ছিলেন।
ঘটনা ঘটাতে ব্যর্থ হয়ে জেনারেল আকবর মোটামুটি আত্মগোপনে চলে যান। এখনও তাকে সাভারের অফিসে দেখা যায়নি।
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA

Comments