গণধর্ষণের পর হিন্দু কিশোরীকে গলা কেটে হত্যা করল ধর্ষকরা

 


গভীর রাতে বাসা থেকে জোরপূর্বক ধরে নিয়ে গণধর্ষণ শেষে মনি বিশ্বাস নামে এক কিশোরীকে গলা কেটে হত্যা করেছে ধর্ষকরা।
নরসিংদীতে অব্যাহত ধর্ষণের মাথায় গত রোববার রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামে এই ধর্ষণসহ হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মনি বিশ্বাস’র পিতা নিশিকান্ত বিশ্বাস ও মাতা শেফালী বিশ্বাসের বাড়ী রায়পুরা উপজেলার লক্ষিপুর গ্রামে। পিতা-মাতা ঘোড়াশাল পাইকশা শ্যামল ভৌমিকের বাড়ীতে ভাড়ায় থেকে প্রাণ কোম্পানীতে চাকুরী করে। সাথে সাথে পিতা-মাতার সাথে মনি বিশ্বাসও একই কারখানায় চাকুরী করে। রোববার রাত ১০টায় প্রাণ কোম্পানীতে কাজ শেষে বাবা-মার সাথে বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে মনি বিশ্বাস। সকালে মনি বিশ্বাসের ঘরে তাকে ডাকতে গিয়ে দেখে মনি বিশ্বাস ঘরে নেই। এতে পিতা নিশিকান্ত বিশ্বাস ও মাতা শেফালী বিশ্বাস উদ্বি্ঘ্ন হয়ে তাকে খোঁজাখুজি করতে থাকে। পরে এলাকার লোকজন জানাই মনি বিশ্বাসের লাশ স্থানীয় আশরাফ টেক্সটাইলের পিছনে পড়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে মনি বিশ্বাসের পিতা-মাতা আত্মীয়-স্বজন দৌড়ে ঘটনাস্থলে গিয়ে মনি বিশ্বাসের লাশ সনাক্ত করে।
খবর পেয়ে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে মনি বিশ্বাসের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। কে বা কারা কিভাবে তাকে ঘর থেকে নিয়ে ধর্ষণ করে হত্যা করেছে তার নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি।
ঘরে বসে আয় করতে চাইলে নিচে লিং এর গিয়ে রেজিস্ট্রেশন করে এখুনি কাজ শুরু করুণ http://zummoney.club/427307561519/

Comments