বান্দরবানের বালাঘাটায় জামায়াত নেতার হামলায় সাংবাদিক অাব্দুল মালেক গুরুতর অাহত হয়েছে। অাজ মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা সদরের বালাঘাটায় রোয়াংছড়ি স্টেশন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে জামায়াতের বান্দরবান সদর উপজেলা শাখা সভাপতি বদিউল অালম দলবল নিয়ে সাংবাদিক অাব্দুল মালেক (৪১) উপর হামলা চালায়। অাহত অবস্থায় সাংবাদিক মালেক’কে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। সাংবাদিক অাব্দুল মালেক দৈনিক অামার দেশ পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি। এ ঘটনায় পুলিশ জামায়াত নেতা বদিউল অালম’কে অাটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, জামায়াত নেতা বদিউল অালমকে অাটক করা হয়েছে। হামলাকারী অন্যতেরও অাটকের চেষ্টা চলছে।
Comments
Post a Comment
Thanks for you comment