প্রধান বিচারপতির ‘সংখ্যালঘু’, ‘উপজাতীয়’ পরিচয় নিয়ে কটাক্ষ


‘সংখ্যালঘু’ ও ‘উপজাতীয়’ বিবেচনায় নিয়ে সুরেন্দ্রকুমার সিনহাকে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বাংলাদেশে যে অনগ্রসর শ্রেণি থেকেও কেউ বিচারপতি হতে পারে সেই উদাহরণ সৃষ্টি করতেই এই বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন ড. হাসান মাহামুদ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী না হতো আপনার মতো মৌলভীবাজার কোর্টের আইনজীবী কোনোদিন হাইকোর্টের বিচারপতি হতে পারতেন না। আপনি ১৯৯৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী আব্দুল মতিন খসরু সাহেব আমাদের দলের প্রেসিডিয়াম সদস্য যখন আইনমন্ত্রী তখন আপনাকে দুটি বিবেচনায় আপনাকে হাইকোর্টের বিচারপতি করা হয়েছিল। প্রথমত আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের, দ্বিতীয়ত আপনি উপজাতীয় সম্প্রদায়ের। এই বিবেচনায় বাংলাদেশের সবার যে সমান অধিকার এই অনগ্রসর শ্রেণি থেকেও যে বিচারপতি হতে পারে সেই উদাহরণ সৃষ্টি করার জন্যই আপনাকে বিচারপতি করা হয়েছিল।’
হাছান মাহমুদ আরো বলেন, ‘আপনি প্রধান বিচারপতি হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী বলে। বাংলাদেশের ইতিহাসে আপনি প্রথম উপজাতীয় শ্রেণির এবং সংখ্যালঘু শ্রেণি থেকে আপনি প্রধান বিচারপতি হয়েছেন।’
আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘আপনি প্রধান বিচারপতির পদকে প্রশ্নবিদ্ধ করেছেন। আপনি যেহেতু একাত্তরে শান্তি কমিটির সদস্য ছিলেন সেজন্য আদালতে বসে আপনি পাকিস্তানের উদাহরণ দেন। এটি পাকিস্তান নয়। পাকিস্তানকে তাড়িয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আর এটি আওয়ামী লীগ। আওয়ামী লীগ জানে কেউ যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেটি কীভাবে মোকাবিলা করতে হয়।’
সংবিধান লঙ্গন, শপথ ভঙ্গ ও রাষ্টপতির ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার অপরাধে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ দাবি করেন তিনি।
ঘরে বসে আয় করতে চাইলে নিচে লিং এর গিয়ে রেজিস্ট্রেশন করে এখুনি কাজ শুরু করুণ http://zummoney.club/427307561519/

Comments