ভাইবোনছড়ায় সংবর্ধিত হলেন আলোচিত সুজন চাকমা

পাহাড়ের আলোচিত নাম সুজন চাকমা। যিনি নিজ প্রচেষ্টায় খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোনছড়া এলাকায় পাহাড়ে ফলজ বাগান সৃজন করে এখন দেশ জুড়ে আলোচিত। সেই খ্যাতি অর্জনকারী সুজন চাকমা এবছর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করেছেন সেই পদক। সেই সুজন চাকমা আজ (বুধবার) নিজ ইউনিয়ন ভাইবোনছড়ায় বর্ণিল আয়োজনে  সংবর্ধিত হলেন। আজ (২৩ আগস্ট) বুধবার বিকালে ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে খাগড়াছড়ি জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা সুজন চাকমাকে ক্রেস্ট হাতে তুলে দেন।
এসময় ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা বলেন, সুজন চাকমা আজ পাহাড়ের গর্বিত সন্তান। তিনি অত্র ইউনিয়নের একজন সমাজসেবক ও সাবেক ইউপি মেম্বার। তার কৃতিত্বে ভাইবোনছড়া ইউনিয়ন আজ সমুজ্জিত। তাই তার কৃতিত্বের প্রতি সম্মান রেখে ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে তাঁকে সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন   জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইচ উদ্দিন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এ্যাড. আশুতোষ চাকমা, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. শামসুল আলম, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি পৌর কাউন্সিলর মাসুদুল হক মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা শরৎ ত্রিপুরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশিকুর রহমান,  ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতুমনি চাকমা প্রমুখ। এছাড়াও ইউপি মেম্বার, গণমান্য, শিক্ষকসহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
ঘরে বসে আয় করতে চাইলে নিচে লিং এর গিয়ে রেজিস্ট্রেশন করে এখুনি কাজ শুরু করুণ http://zummoney.club/427307561519/

Comments