খাগড়াছড়ির দু’টি উচ্চ বিদ্যালয় জাতীয়করণ


 খাগড়াছড়ির জেলার দু’টি উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। বিদ্যালয় দু’টি হল মহালছড়ি উচ্চ বিদ্যালয় ও পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয়। বুধবার ৩০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেনের স্বাক্ষরে এক প্রজ্ঞাপনে জারি করা হয়।
বিদ্যালয় দু’টি জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পানছড়ি ও মহালছড়ির সুশীল সমাজ।
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA

Comments