বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত


বান্দরবানে আজ বুধবার আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে । আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী উদযাপন কমিটি বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে সকালে পুরাতন রাজ বাড়ী মাঠ থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একি স্থানে গিয়ে শেষ হয়। আন্তর্জাতিক আদিবাসী উদযাপন কমিটির সভাপতি লেলুং খুমির সভাপতিত্বে অনুষ্টানে এই সময় অনান্যের মধ্যে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রুমা উপজেলার চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা , আদিবাসী নেতা অংচমং মারমা সহ আরো অনেকে ।
অনুষ্টানে অতিথিরা বলেন তারা বাঙ্গালী নয় তারা ক্ষুদ্র নৃ গোষ্টী নয় তারা আধিবাসী হিসাবে বেঁচে থাকতে চায় আর তার জন্য তাদের সকল অধিকার
পুর্নাঙ্গ রুপে বাস্তবায়ন করতে হবে । সমাজে তাদেরকে আাদিবাসী হিসাবে সকল কাজে মূল্যায়নের সুযোগ করে দিতে হবে । আর তাদের এই অধিকার বাস্তবায়নের জন্য তারা সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন ।
mongsai79@gmail.com

Comments