কাপ্তাইয়ে পিতার পিটুনি খেয়ে ছেলের আত্মহত্যা !

কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় ইউপি মেম্বার ও পিতার পিঠুনি খেয়ে মং মং প্র“ মারমা (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।বেধড়ক পিটুনি দিয়ে স্কুলের কক্ষে আটকে রাখার পর পড়নের শার্ট গলায় পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছেন। এঘটনায়
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
স্থানীয়রা জানায়, পারিবারিক বিরোধের জের ধরে রাইখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কারিগর পাড়ার বাসিন্দা মিরিক্ক্যা মারমার সাথে ছেলে মং মং প্র“ মারমার সাথে পারিবারিক বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে  মঙ্গলবার (৮ আগস্ট) সকালে কারিগর পাড়া বাজার এলাকায় তার পিতা মিরিক্ক্যা মারমা ও ইউপি মেম্বার মংচিং মারমা বেধড়ক মারধর করেন ছেলে মং মং প্র“ মারমাকে। মারধরের পর তাকে কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে পড়নের শার্ট গলায় পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন সে। খবর পেয়ে গতকাল দুপুরে পুলিশ লাশ উদ্ধার করেন। চন্দ্রঘোনা থানার উপপরিদর্শক আবদুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদ্যপানসহ পারিবারিক বিভিন্ন বিষয়ে পিতা ও ছেলের সাথে মতবিরোধ ছিল বলে জেনেছি। কারো পিটুনিতে নাকি প্ররোচনায় সে আত্মহত্যা করেছেন তা তদন্ত করা হচ্ছে।
mongsai79@gmail.com

Comments