রাজস্থলীতে জাতীয় ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু

রাজস্থলীতে জাতীয় ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু

ছবিটি দৈনিক গিরিদর্পণ হতে সংগ্রহকৃত


নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের ২নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ১৪২জন। এতে পুরুষ ভোটার ৬৬জন ও নারী ভোটার ৬৬জন। তবে, ছবি তোলার কেন্দ্র সূত্রে জানা গেছে, যোগাযোগ ব্যবস্থা সমস্যার কারণে অনেক ভোটার আসতে পারচ্ছে না। এ কার্যক্রমের আওতায় প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ইউনিয়ন পরিষদ, মেম্বার, চেয়ারম্যান ও গ্রাম পুলিশগণ স্বতঃস্ফুতভাবে সহযোগিতা করছে বলে জানা গেছে। এতে ডাটা অপারেটর কাজ করছে সিমা চাকমা, মালতি চাকমা ও দেবরাজ চাকমা। টিম লিডার শ্যামল চাকমা। ছবি তোলা কেন্দ্রে তত্বাবধান করছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যা উথান মারমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়–য়া।
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA

Comments