পার্বত্য দুই জেলায় নতুন পাঁচটি সরকারি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ


পার্বত্য দুই জেলার কলেজবিহীন পাঁচ উপজেলায় একটি করে সরকারি কলেজ স্থাপনের লক্ষ্যে প্রকল্প গ্রহণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২২ আগস্ট) মন্ত্রণালয়ের নির্দেশনাটি অধিদপ্তরে পৌঁছেছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব নাছিমা খানম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার পাঁচটি উপজেলায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের কোনও সরকারি/বেসরকারি কলেজ নেই। তাই প্রকল্প গ্রহণের মাধ্যমে নতুন সরকারি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উপজেলা পাঁচটি হল: রাঙ্গামাটির বিলাই ছড়ি ও জুড়িছড়ি। বান্দরবানের আলীকদম, রুয়াংছড়ি ও থানছি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদা দৈনিকশিক্ষাডটকমকে বলেন, মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। পরিকল্পনা শাখা থেকে প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হবে।
ঘরে বসে আয় করতে চাইলে নিচে লিং এর গিয়ে রেজিস্ট্রেশন করে এখুনি কাজ শুরু করুণ http://zummoney.club/427307561519/

Comments