একজন চাকমা মেয়ে হারিয়ে গেছে

Shuvashish Chakma with Regan Changma Taagol and 13 others.

গ্রাম: বেতছড়ি,
২নং কমলছড়ি ইউনিয়ন,
খাগড়াছড়ি সদর।
মামুনির বয়স আনুমানিক ১৮/১৯ বছর।
মামুনি বিবাহিতা। দিঘীনালা উপজেলায় বৈয়ালহালিয়া (বোয়ালখালী) একটি ছেলের সাথে তার বিবাহ হয় বছর দেড়েক আগে চট্টগ্রামে।মেয়েটি তার অসুস্থ মাকে দেখতে গত ৭আগস্ট শশুর বাড়ী থেকে বাবার বাড়ীতে আসে।এর পর ১৪ আগস্ট বাবার বাড়ি থেকে তার আপন বোনের বাড়ি ২নং গাছবান এলাকায় বেড়াতে যায়।সেখান থেকে শশুর বাড়ীর উদ্দেশ্যে গত ১৫ আগস্ট রওয়ানা দিলেও শশুর বাড়ীতে যায়নি।ঐ দিন মামুনি তার শুশুর বাড়িতে না পৌছালে তার শুশুর বাড়ির লোকেরা মামুনির বাপের বাড়িতে কল দেয়। টানা ৫দিন ধরে তাকে বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাসায় খোজার পর কোথাও খোঁজ না পেয়ে এখন তার পরিবারের লোকেরা দিশেহারা। তাই যদি কোন হৃদয়বান ব্যক্তি তাকে দেখে থাকেন বা খোঁজ পেয়ে থাকেন তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
.
অনুরোধক্রমে:-চান্দু চাকমা।
[মামুনির বড় ভাই]
মোবা:01729698815.
ঘরে বসে আয় করুন নিচের সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন
http://zummoney.club/427307561519/ 
 mongsai79@gmail.com

Comments