[চাইথোয়াইমং (মং) মারমা রৌদ্র বান্দরবান জেলা প্রতিনিধি ] বান্দরবান শহরে সাতটি উপজেলার রয়েছে। পাহাড় এবং দূর্গম এলাকার থেকে আসার জনগণের উপর চলছে বান্দরবানে অটোরিকসা চালকদের ভাঁড়া নেয়ার অনিয়ম।
আজ সকালের স্থানীয় এক বয়স্কর বৃদ্ধ (৬২) দৈনিক ডোনেট পত্রিকাকে বলেন, আমি রোওয়াংছড়ি থেকে বান্দরবান উদ্যেশে রওনা দিয়েছি।
প্রায় ১১:৫৬ মিনিট দিকে বান্দরবানে রোওয়াংছড়ি বাস টার্মিনালের পৌঁছায়।
এরপর বান্দরবান ট্রাফিক মোর উদ্যেশের রওনা দিলাম।
এতে বান্দরবান ট্রামিক মোড়ে পৌছাঁলে অটো চালক আমার থেকে অনিয়মে ভাড়া নেয়ার শুরু করে।
অটো চালক আমার থেকে বাধ্য করে ৩০ টাকা ভাঁড়া আদায় করলেন।
রোংওয়াংছড়ি বাস টার্মিনাল হতে বান্দরবান ট্রাফিক মোড় পর্যন্ত সাধারণ রেট ভাঁড়া ০৫ টাকা।
দূর্গম এলাকার অশিক্ষিত অসহায় বৃদ্ধ থেকে ভাঁড়া হাতিয়ে নেয়া হচ্ছে ৩০ টাকা। স্থানীয় প্রশাসনের কাঁছে
জনগণের দাবি অতি দ্রুত অনিয়মে অটোরিকসা ভাঁড়া হাতিয়ে নেয়ার উদ্যেগটি প্রশাসনের কাছেঁ তুলে ধরা হোক।
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ
https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
আজ সকালের স্থানীয় এক বয়স্কর বৃদ্ধ (৬২) দৈনিক ডোনেট পত্রিকাকে বলেন, আমি রোওয়াংছড়ি থেকে বান্দরবান উদ্যেশে রওনা দিয়েছি।
প্রায় ১১:৫৬ মিনিট দিকে বান্দরবানে রোওয়াংছড়ি বাস টার্মিনালের পৌঁছায়।
এরপর বান্দরবান ট্রাফিক মোর উদ্যেশের রওনা দিলাম।
এতে বান্দরবান ট্রামিক মোড়ে পৌছাঁলে অটো চালক আমার থেকে অনিয়মে ভাড়া নেয়ার শুরু করে।
অটো চালক আমার থেকে বাধ্য করে ৩০ টাকা ভাঁড়া আদায় করলেন।
রোংওয়াংছড়ি বাস টার্মিনাল হতে বান্দরবান ট্রাফিক মোড় পর্যন্ত সাধারণ রেট ভাঁড়া ০৫ টাকা।
দূর্গম এলাকার অশিক্ষিত অসহায় বৃদ্ধ থেকে ভাঁড়া হাতিয়ে নেয়া হচ্ছে ৩০ টাকা। স্থানীয় প্রশাসনের কাঁছে
জনগণের দাবি অতি দ্রুত অনিয়মে অটোরিকসা ভাঁড়া হাতিয়ে নেয়ার উদ্যেগটি প্রশাসনের কাছেঁ তুলে ধরা হোক।
Comments
Post a Comment
Thanks for you comment