যেসব দেশ মুসলিম অধ্যুষিত, সেখানেই মারামারি, কাটাকাটি, সেখানেই বোমাবাজি, খুনখারাবি হচ্ছে। সেখানেই অস্ত্রের ব্যবহার হচ্ছে৷ এই অস্ত্রের যোগানদার দেশগুলি লাভবান হচ্ছে৷ বিষয়টি চিন্তা করে দেখবেন৷ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনের উদ্বোধনে এমনই বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
তিনি বলেন, দুর্ভাগ্য ইসলাম ধর্মে বিশ্বাস করেও কিছু লোক এই জঙ্গিবাদী আর সন্ত্রাসী কর্মকাণ্ড করে বলেই আমাদের পবিত্র ধর্মটা আজ মানুষের কাছে হেয় হচ্ছে।
শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদকে দূরে সরিয়ে রাখতে দেশের মুসলিম ধর্মগুরু ‘ওলমা’দের সাহায্য চেয়েছেন শেখ হাসিনা৷ তিনি বলেন, আপনারা যদি মানুষকে ভালোভাবে বোঝান তাহলেই আমরা এই দেশ থেকে এই সন্ত্রাস ও জঙ্গিবাদ চিরতরে দূর করতে পারব এবং সে বিশ্বাস আমার আছে৷
গতবছর পরপর নাশকতায় রক্তাক্ত হয়েছিল বাংলাদেশ৷ সন্ত্রাসবাদ দমনে সেখানে চলছে পাল্টা জঙ্গি দমন অভিযান৷ কোমর ভেঙেছে আইএসের সহযোগী সংগঠন নব্য জেএমবি গোষ্ঠীর৷ বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট, জঙ্গি কর্মকাণ্ডের নিরিখে এখনও ঝুঁকিপূর্ণ অবস্থান রয়েছে বাংলাদেশ৷ সন্ত্রাসবাদ প্রসঙ্গে হাসিনা বলেন বাংলাদেশই পারবে শান্তি প্রতিষ্ঠা করে সত্যিকার ইসলাম ধর্মের মূল মর্মবাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে।
Comments
Post a Comment
Thanks for you comment