কক্সবাজারের কুতুপালংয়ে এইচআইভি পজেটিভ এক রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে। কক্সবাজারের সিভিল সার্জন ডা. আবদুস সালাম এই তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে শনিবার (১৬ সেপ্টেম্বর) তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে একজন এইচআইভি পজেটিভ ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। চার জন হাম রোগী ও ১৬ জন পোলিও রোগী পাওয়া গেছে। তারা কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আছে।’
এই সিভিল সার্জন বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘সরকার এই পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। রোহিঙ্গাদের জন্য ৩২টি মেডিক্যাল টিম কাজ করছে। ক্যাম্পগুলোতে এক লাখ ২০ হাজার হামের টিকা, ৪০ হাজার পোলিও ভ্যাকসিন, ৩৮ হাজার ভিটামিন ট্যাবলেট বোতল বিতরণ করা হচ্ছে।’
উল্লেখ্য, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্য বহু রোহিঙ্গা হতাহত হয়। এঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযানের নামে সাধারণ মানুষ ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগসহ নানা ধরনের নির্যাতন চলছে। এ কারণে প্রতিদিন পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিতে এসেছেন হাজার হাজার রোহিঙ্গা।
Source
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ
https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
Comments
Post a Comment
Thanks for you comment