আমেরিকাকে পাল্টা হুমকি দিলো উত্তর কোরিয়া

আমেরিকাকে পাল্টা হুমকি দিলো উত্তর কোরিয়া
ধ্বংস করে দিতে হবে উত্তর কোরিয়াকে। আমেরিকা সেই ক্ষমতা রাখে। একথা বলে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘে প্রথমবার বক্তব্যে গতকালই উত্তর কোরিয়াকে আক্রমণ করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এহেন মন্তব্যের পাল্টা জবাব দিলেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন।
আজ একটি বিবৃতি দিয়ে উত্তর কোরিয়ার পক্ষে জানানো হয়, পরমাণু হামলা চালিয়ে গোটা আমেরিকা ধ্বংস করে দেওয়া হবে। পাশাপাশি বিন্দুমাত্র উস্কানি দেওয়া হলে আগাম হামলা চালিয়ে শত্রুর ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
উত্তর কোরিয়ার সরকারি সংস্থা কেসিএনএ আজ এই খবর প্রকাশ করেছে। বলা হয়েছে, নজিরবিহীন সমস্যা সত্ত্বেও উত্তর কোরিয়ার বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠেছে। উত্তর কোরিয়ার কোনও নিষেধাজ্ঞা, চাপ বা যুদ্ধের বিন্দুমাত্র তোয়াক্কা করে না৷
খবরে প্রকাশ, আমেরিকার যদি যুদ্ধের পথ বেছে নেয়, তাহলে উত্তর কোরিয়াও তার যোগ্য জবাব দিতে তৈরি বলে জানানো হয়েছে। এতে আমেরিকার বেশি ক্ষতি হবে বলে দাবি করা হয়েছে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া প্রথম ভাষণে ট্রাম্প বলেছিলেন, আমেরিকা বা তার মিত্রদের ওপর হামলা চালালে উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।
মূলত, এই বক্তব্যের পরই আজ কেসিএনএর পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।
Source মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA

Comments