রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমারের আচরণকে অমানবিক উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। তিনি বলেন,‘আমরা মানবিক দিক থেকে বিষয়টি দেখছি। আমাদের সক্ষমতারও একটা সীমাবদ্ধতা আছে। এ নিয়ে বিশ্বকে এগিয়ে আসা উচিত। সব দেশ যদি রোহিঙ্গাদের ভাগাভাগি করে নেয়, তাহলে বাংলাদেশের ওপর চাপ কমবে।’
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,‘মিয়ানমার যা করছে এটা অমানবিক কাজ। মানবিক দিক বিবেচনা করে দুর্যোগকে ভাগাভাগি করে নিতে হবে। এই পরিস্থিতি সামাল দেওয়া একা আমাদের জন্য কঠিন।’
শান্তিতে পুরস্কার পাওয়া অং সান সুচি’র কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই কি তার শান্তির নমুনা? তার মধ্যে কি মানবিক গুণাবলী নাই?’
মালদ্বীপ মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, বাংলাদেশ কেন করেনি জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘তারা ছোট দেশ। তারা পেরেছে। বাংলাদেশের ক্ষেত্রে এভাবে সিদ্ধান্ত নেওয়া চাট্টিখানি কথা নয়।’
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ
https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
Comments
Post a Comment
Thanks for you comment