টেকনাফে বোমাসহ রোহিঙ্গা যুবক আটক


টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী থেকে বোমাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। সে মিয়ানমার রাখাইনের মংডু থানার ঢেকিবনিয়া গ্রামের জিয়াবুল হকের পুত্র শফিকুল ইসলাম (২৫)।
জানা যায়, ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে হোয়াইক্যং কেরুনতলীতে নতুন করে গড়া উঠা রোহিঙ্গা বস্তি থেকে হেঁটে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহেল মিয়ার নেতৃত্বে টহলদল একটি বোমাসহ রোহিঙ্গা যুবক শফিকুলকে আটক করে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল মিয়া সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তিকে টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে।
Source মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA

Comments