১০সেপ্টেম্বর ২০১৭ইং বান্দরবানের থানছি উপজেলায় বলিপাড়া রোড ও বাজার এরিয়া রাস্তারগুলো চলাচল দুর্ভোগে ভুগছে জনসাধারণ ও যানবাহনগুলো। বিগত ২বছর ধরে এ সমস্যা ভুগছে সাধারণ মানুষ ও যান চলাচল।
স্থানীয়রা জানান, ভারী গাছ বোঝাই গাড়ি চলাচলে কারণে আমাদের বাজারে রাস্তারগুলো চলাচলে দিন দিন অসুবিধা হচ্ছে।বর্ষাকালে রাস্তার চলাচলে একদন নেই বলে ও চলে।আর এদিকে আগস্ট মাসের ১৯ তারিখে স্থানীয় মোঃইউসুফ (৫০) নামক এক ব্যক্তি রাস্তার চলাচলে সময় রডের আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থা হয়ে পরে। স্থানীয়রা একটা প্রশ্ন আমরা এ দুর্দশা থেকে কখন ও কি মুক্তি পাবো না? কিন্তু প্রশাসনের নাকের ডগায় বেহাল অবস্থা পরে আছে রাস্তাটি।
রাস্তাটি সংস্কার জন্য আরো বেশি সময় নেই।ঈদের পরে রাস্তাটি কাজ শুরু হবে বলে শুনেছিল কিন্তু কোন কার্যক্রম বা কাজ দেখা যাচ্ছে না বললেন স্থানীয় জনগন ও রাস্তার চলাচলে ভোক্তভোগিরা। শ্রীঘ্রই এ ভোগান্তি থেকে মুক্তি চেয়ে প্রশাসনের কাজে দাবি জানান স্থানীয় মহলরা।
মজার মজার ভিডিও দেখতে নিচে লিংকের ক্লিপ করুণ
https://www.youtube.com/channel/UCDUgcFp1WTEUfSzViR9tozA
Comments
Post a Comment
Thanks for you comment